ফ্ল্যাপের কিছু কথাঃ পবিত্র বাইবেলে বলা হয়েছে ‘যদি কেহ বলে আমার বিশ্বাস আছে আর তাহার কর্ম না থাকে, তবে তাহার কি ফল দর্শিবে? সেই বিশ্বাস কি তাহার পরিত্রাণ করতে পারে..? তদ্রুপ বিশ্বাসও কর্মহীন হইলে একা বলিয়া তাহার মৃত। .. কর্মহেতু মনুষ্য ধার্মিক গণিত হয়। শুধু বিশ্বাস হেতু নয়।... বাস্তবিক যেমন আত্নাবিহীন দেহ মৃত, তেমনি কর্মবিহীন বিশ্বাসও মৃত।’ গান্ধীজী বিশ্বাস করতেন, জীবন্ত বিশ্বাস ছাড়া এ পৃথিবীতে কোনো কিছুই সম্পাদিত হয়নি।