ফ্ল্যাপে লিখা কথা আশা-নিরাশা দোলায় দোলে মানব-হৃদয়। জীবনের প্রতিটি পরতে পরতে চাই ভালোবাসা।নিরন্তর অনাবিল ভালোবাসা থাকে কামনায় বাসনায়; কিন্তু প্রকৃতির বন্ধুরতা মানুষের চলার পথকে রাখেনি কুসুমাস্তীর্ণ । আঁকাবাঁকা কন্টকাকীর্ণ পিচ্চিল পথে পা ফেলতে হয় মেপে মেপে। দিন চলে বহমান নদীর মত নিরন্তর। এতে জীবনের যেমন অভিজ্ঞতা বাড়ে তেমনি বাড়ে সুখ দুঃখ প্রেম-ভালোবাসায় পরিপূর্ণ স্মৃতির ডালি। এরই মাঝে হয়তো একদিন হতাশা-নিরাশার মেঘে ঢাকা সুনীল আকাশে আশা জাগানিয়া আলোকরশ্মি হয়ে উঁকি দেয়; মানুষ বেঁচে থাকার ভরসা পায়। মরানদীর চর ফুঁড়ে অঙ্কুরিত হয় নতুন প্রেম। যদি এই প্রেম বেঁচে থাকার দিশারী হয় তাতেই বা মন্দ কি!