মাদকাসক্তি চিকিৎসা মাদকদ্রব্য, মাদকাসক্তির কারণ ও সনাক্তকরণ িএবং এর চিকিৎসা ও পুনর্বাসন বিষয়ক দেশ-বিদেশের সর্বাধুনিক তথ্য-উপাত্ত সম্বলিত একটি গবেষণাধর্মী গ্রন্থ। প্রায় ৫৬৫ পৃষ্ঠার বৃহৎ কলেবর এ গ্রন্থের বিষয়বস্ত্তর তাত্ত্বিক ও ব্যবহারিক ব্যাখ্যার পরিসরের গভীরতা ও ব্যাপকতার ইঙ্গিত দেয়। মাদকদ্রব্য বিষয়ে আমেরিকার Johns Hopkins University -র Hurbert H. Humphrey Fellow হিসেবে মাদক বিষয়ক গবেষণা ও অধ্যয়নসূত্রে উক্ত বিশ্ববিদ্যালয় ছাড়াও বিশ্বের বৃহত্তম মাদক গবেষণা সংস্থা আমেরিকার National Institute of Drug Abuse (NIDA) এবং White House-এর অন্তর্গত Office of National Drug Control Policy (ONDCP)-তে অধ্যয়ন ও শিক্ষানবিশী সূত্রে লেখকের অধীত জ্ঞান ও হাতে কলমে লব্ধ অভিজ্ঞতার ফসল এ গ্রন্থ।
তিনি পেশাগত জীবনে প্রায় ৩৫ বছর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে চাকরিসূত্রে বাংলাদেশের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ বিষয়ক আেইন, বিধিমালা ও নীতিমালার খসড়া প্রণয়ন ছাড়াও মাদক বিষয়ে বহু গবেষনা, প্রকাশনা, লিখন ও প্রশিক্ষণ প্রদান কাজের বিপুল তাত্ত্বিক ও প্রায়োগিক জ্ঞান এবং অভিজ্ঞাতা নিয়ে ১৯১৫ সালে এ অধিদপ্তরের পরিচালক পদ থেকে অবসর নেন। তাঁর এ গ্রন্থে ২০১৯ সালের নভেম্বর পর্যন্ত সমকালীন বিশ্বের মাদকাসক্তি চিকিৎসার সর্বশেষ তাত্ত্বিক ও প্রযুক্তিগত জ্ঞান িএবং বিচিত্র তথ্যের সন্নিবেশ ঘটেছে।
গ্রন্তটি দুই খন্ড এবং ২৩ অধ্যায়ে বিভক্ত। প্রথম খন্ডে মাদকদ্রব্য, এর পরিচিতি ও শ্রেণি ভিভাজন, মাদকাসক্তির বৈজ্ঞানিক ব্যাখ্যা, মাদকাসক্তির অন্তর্নিহিত জৈবিক মনস্তাত্ত্বিক, সামাজিক, পারিপাশ্বিক ও আচরণগত কারণ, মাদকাসক্তির ধাপ ও ক্রমবিকাশ, লক্ষণ ও উপসর্গ, নানা।