বাংলাদেশের গ্রামে গঞ্জে ছড়িয়ে ছিটিয়ে আছে অগণিত মৎস্য শিকারী। সৌখিনতার দিক দিয়ে যারা মাছ ধরেন- তাদেরকে বলা হয় সৌখিন মৎস শিকারী। আর যারা মাছ ধরে জীবিকা নির্বাহ করেন। তাদেরকে বলা হয় জেলে। এই উভয় প্রজাতির মৎস শিকারী কিন্তু উভয়েই মাছের চাষ সম্পর্কে পর্যাপ্ত জ্ঞানের অধিকারী নন। তারা মাছ ধরার নতুন নতুন কৌশল নিয়ে ভাবেন। সৌখিন মৎস শিকারীদের মাছের প্রজনন বা বংশবিস্তার সম্পর্কে না ভাবলেও চলে। কারণ, তারা নিতান্ত শখের বশে ছিপ বা বড়সি কিংবা কোথাও কোথাও খেপলা জাল দিয়ে মাছ ধরে থাকেন। এই মাছ দিয়ে তারা জীবিকা নির্বাহ করার কথা ভাবেন না। সবচেয়ে বড় কথা, আমাদের গ্রামাঞ্চলের বিশেষ জেলে শ্রেণীর মধ্যে রয়েছে পর্যাপ্ত শিক্ষার অভাব। যে কারণে, কখন কোন সময় মাছ ধরতে হবে তা তারা জানে না। ফলে কোন মৌসুমে মাছ তার ডিম ছাড়ে বা ধারণ করে তা না বুঝেই অনায়াসে ডিমওয়ালা। মাছগুলাে ধরে বাজারে সরবরাহ করে। কিন্তু তারা ভেবে দেখতে চায় না, একটি মাছের মধ্যে রয়েছে হাজার হাজার মাছ।