শেখর মামা প্রায় ম্যাকগাইভার হতে গিয়ে কি বিপত্তি ঘটালো, শোভন ডাকাত ধরতে গিয়ে কি কেলেঙ্কারির মধ্যে পড়লো, সীমা তার ক্ষুরধার বুদ্ধি দিয়ে স্কুলে কিভাবে সাংঘাতিক একটা সমস্যার সমাধান করলো, হ্যালুসিনেশন সম্পর্কে বলতে গিয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্র জামিল কি ভয়ঙ্কর ঘটনার মধ্যে নিজেই পড়ে গেলো, এ বইয়ের পাতায় পাতায় সেই সব মজার কাহিনী। কোনোটা শ্বাসরূদ্ধকর, কোনটি খুবই হাসির, কোনটা শুধুই মজার। এক নিশ্বাসে পড়ার মতো শিশু-কিশোরদের জন্যে মোস্তফা তানিমের ক্লাসিক একটি গল্পের বই- ম্যাকগাইভার মামা।