যে কোনো শোকযাত্রায় প্রবোধ খুঁজতে মায়ের মুখশ্রীকে মনে পড়ে। মা যেন গ্রিক পুরানের ডিমিটার (Demeter) কিংবা বোধিসত্ত্ব কুয়ান ইন (Kuan Yin) এর সৌম্য চাহনিতে স্বান্তনার সমীরণ বইয়ে দেন- মোচন করেন সন্তানের সকল গ্লানি। সেই মায়ের যখন প্রয়াণ ঘটে তখন কোথায় আশ্রয় খুঁজবে সন্তান? কার কাছে ছুটে যাবে সে? একটি মা-হারা সন্তানের অন্তহীন অসহায়ত্ব পাড়ি দেবার আখ্যান এ গ্রন্থটি।