লাইফস্টাইলের আলাপ কেন এবং কীভাবে খোদ জীবনব্যবস্থার আলাপ, সে প্রশ্ন চলমান জুলুমশাহি স্বাভাবিকতায় অনেকের কাছেই অপ্রাসঙ্গিক বা ‘গম্ভীর’ আলাপ। কিন্তু এই আলাপ না করে জীবনযাপন কতখানি ‘অর্থপূর্ণ’ হয়? জীবনের ‘অর্থ’ কী? জীবনের অর্থ, ধারা ও বিন্যাস কীভাবে বিরচিত হয়? এসবের সঙ্গে তত্ত্ব-সাধনা-অনুশীলনের কী সম্পর্ক? ‘লুঙ্গি কাহিনি’ এসব প্রশ্ন এবং বিবেচনার এক আখ্যান। রচনারূপ, সামাজিক-ঐতিহাসিক দালিলিকতার গুরুত্ব এই বইয়ের ‘আদর্শ’ সংস্করণ প্রকাশের কারণ। বইয়ের রচয়িতা ফকির অরূপ রাহী আলোচিত বিষয়ে সাম্প্রতিক সময়ের অন্যতম ভাবুক ও তাত্ত্বিক।