ফ্ল্যাপের কিছু কথাঃ প্রথম দর্শনেই অপরূপা সু্ন্দরী লাজুক মেয়েটির প্রেমে পড়ে গেলো মোর্শেদ; কিন্তু মেয়েটি ওতে পাত্তাই দিতে চায় না। তাই বলে তো রণে ভঙ্গ দেখায় যায় না। মোর্শেদ মেয়েটির পিছু নেয়া শুরু করলো। ওকে সহায়তা করতে এগিয়ে এলো কয়েকটি বিচ্ছু কিশোর। নানারকম হাস্যকর ঘটনার ভিতর দিয়ে এগিয়ে চলেছে কাহিনী।