বাংলাদেশের লোকসাহিত্য ও সংস্কৃতির রয়েছে সমৃদ্ধ ঐতিহ্য। প্রয়োজনেই এ ঋদ্ধ সাহিত্য- সংস্কৃতির বোঝাপড়া খুবই জরুরি। আমরা জানি- পুঁজির দাপট, উপনিবেশের রসালো কথামালা, ভাবাদর্শগত জটিলতা স্বীয় সংস্কৃতি থেকে আমাদের অপসারণ করছে ক্রমশ। যদি নিজের কাছে ফিরে যেতে হয়, তাহলে লোকপ্রজ্ঞার সন্ধান করতেই হবে। লেখক-সম্পাদক স্বপন নাথ তারই অনুসন্ধান করেছেন। বাংলাদেশের লোকসাহিত্য সংস্কৃতির অপসৃত তথ্য একই মলাটে উপস্থাপন প্রচেষ্টা রয়েছে এ গ্রন্থে। বাঙালি ও নৃ-জনগোষ্ঠীর লোকসাহিত্য সংস্কৃতির উপাদান সংগ্রহ প্রক্রিয়া চলমান রাখাই একটা বড়ো চ্যালেঞ্জ। সমন্বিত বিবেচনার আলোকে গ্রন্থিত হয়েছে বিভিন্ন প্রবন্ধ। যা থেকে পাঠক নিশ্চিত আলাদা এক উপলব্ধি তৈরির অনুপ্রেরণা পেতে পারেন।
স্বপন নাথ
Title :
লোকসাহিত্য ও সংস্কৃতির বৈচিত্র্য (হার্ডকভার)