লায়ন অব দ্য ডেজার্ট (হার্ডকভার)
বইবাজার মূল্য : ৳ ১৯৬ (২৫% ছাড়ে)
মুদ্রিত মূল্য : ৳ ২৬০
প্রকাশনী : কালান্তর প্রকাশনী (সিলেট)
সংকলনকারী : আবদুর রশীদ তারাপাশী
ঊনবিংশ শতাব্দীর শুরুর দিকে উসমানি খেলাফত তখন শেষ নিঃশ্বাস নিচ্ছে। প্রতিনিয়ত এলাকা হারাতে হচ্ছে পশ্চিমা শকুনগোষ্ঠীর সম্মিলিত আক্রমণের মুখে। ১৯১১ খ্রিষ্টাব্দের এমনই এক দিনে লিবিয়া আক্রমণ করে বসে ইতালি। উসমানিরা নিজেদের নিয়ে ব্যস্ত। লিবিয়া বাঁচাতে তেমন কোনো পদক্ষেপ নিতে পারল না সাম্রাজ্য। একাকী ত্রাণকর্তা হয়ে দাঁড়িয়ে গেলেন মরুসিংহ উমর আল মুখতার। ২০ বছর ধরে দীপ্ত ইমানের বলে অল্প কিছু সঙ্গী আর অপ্রতুল যুদ্ধসরঞ্জাম দিয়েই নাকানি-চুবানি খাওয়ালেন আধুনিক যুদ্ধাস্ত্রে সজ্জিত, সুপ্রশিক্ষিত বিশাল ইতালীয় বাহিনীকে। এ বইতে সেই ইতিহাসই লিপিবদ্ধ হয়েছে।
ঊনবিংশ শতাব্দীর শুরুর দিকে উসমানি খেলাফত তখন শেষ নিঃশ্বাস নিচ্ছে। প্রতিনিয়ত এলাকা হারাতে হচ্ছে পশ্চিমা শকুনগোষ্ঠীর সম্মিলিত আক্রমণের মুখে। ১৯১১ খ্রিষ্টাব্দের এমনই এক দিনে লিবিয়া আক্রমণ করে বসে ইতালি। উসমানিরা নিজেদের নিয়ে ব্যস্ত। লিবিয়া বাঁচাতে তেমন কোনো পদক্ষেপ নিতে পারল না সাম্রাজ্য। একাকী ত্রাণকর্তা হয়ে দাঁড়িয়ে গেলেন মরুসিংহ উমর আল মুখতার। ২০ বছর ধরে দীপ্ত ইমানের বলে অল্প কিছু সঙ্গী আর অপ্রতুল যুদ্ধসরঞ্জাম দিয়েই নাকানি-চুবানি খাওয়ালেন আধুনিক যুদ্ধাস্ত্রে সজ্জিত, সুপ্রশিক্ষিত বিশাল ইতালীয় বাহিনীকে। এ বইতে সেই ইতিহাসই লিপিবদ্ধ হয়েছে। ---------- লায়ন অব দ্য ডেজার্ট (লিবিয়ায় আগ্রাসী ইতালির বিরুদ্ধে প্রতিরোধ-যুদ্ধের মহানায়ক শহিদ উমর মুখতার) লেখকঃ ড. আলি মুহাম্মাদ সাল্লাবি
ওমর মুখতার ছিলেন সত্যিকারের লায়ন। তার জীবনি নির্ভর এই বইটিতে ফুটে উঠেছে তার বাস্তব চিত্র উসমানি খিলাফতের প্রাণ তখন ওষ্টাগত প্রায়। তখনই সাম্রাজ্যবাদি পিশ্চিমা শকুন গোষ্টির লোভাতুর চোখ গিয়ে পরে খেলাফতের অধিনস্ত আফ্রিকার মুওলিম ভুখন্ডগুলোর উপড়। তারা এই সব ভুখন্ডগুলোকে রাজাবিহীন রাজ্য হিসেবে ধরে নেই। ইতালি ঝাপিয়ে পরে লিবিয়ায়। ১৯১১ সালে লিবিয়ার সমুদ্র উপকূলে নোঙর করে ইতাইলায়ান রণতরীগূলো। পিপরের মতো বেরিয়ে আশে হাজার হাজার ইতালিয়াম সৈন্য। সিংহ যেমন আস্থানে ছেড়ে গর্জন করতে করতে বাইরে বেরিয়ে আসে, তেমনি জাবালে আখজারের আল কূসুর খানকাহ থেকে রণহুংকারে সদলবলে ময়দানে বেরিয়ে আসেন উমর মুখতার। সেই মরুসিংহ উমর মুখতারের জীবন ও কীর্তি নিয়ে রচিত এই বইটি।