ভালো লিখতে হলে ভাষায় দখল থাকা চাই, তবে ভাষা ছাড়া আরও কিছু বিষয় রয়েছে, যার প্রয়োগবিহীন লেখা শিল্পসম্মতভাবে উপস্থাপন করা দুষ্কর। সম্ভাব্য সেই বিষয়গুলো তুলে ধরা হয়েছে; যা ছাত্র, শিক্ষক, লেখক, গবেষক, সাংবাদিকসহ নানা শ্রেণি-পেশার মানুষের কাজে আসবে এই গ্রন্থটি।
লিখনশৈলীর গুণেই একজন সৃষ্টিশীল মানুষের কথাগুলো গান হয়ে ওঠে, কবিতা হয়ে ওঠে, উপন্যাস হয়ে ওঠে। সেখানে থাকে তার দৃষ্টিভঙ্গি, পরীক্ষা-নিরীক্ষাসহ নানারকম মাপজোখ ।