‘লেখাপড়া করে যে- গাড়ি ঘোড়া চড়ে সে’। এখন
বোধহয় আমরা জেনে গেছি যে, লেখাপড়া করলেই
গাড়ি চড়ার নিশ্চয়তা কেউ দেয় না।
আমরা দেখতে চাই? লেখাপড়া শিখেও কেউ কেউ কিছু হয় না, কোথায় তাদের ঘাটতি? আবার না শিখেও কেউ কেউ কিছু হয়, কোথায় তাদের শক্তি?
তেমনি ছাত্রজীবনে কর্মজীবনের নিজেকে কিভাবে তৈরি করতে হবে এটা না জানার কারণে লক্ষ লক্ষ তরুণ আজ হতাশার জালে আটকে আছে। গত ৪০ বছর ধরে আমাদের তারুণ্য সেই পরীক্ষা পাস আর সার্টিফিকেট-এর পেছনে ছুটে বেড়াচ্ছে। আর অভিভাবকরাও যেন তাদের সেদিকেই তাড়িয়ে বেড়াচ্ছে।
কেন তারা নিজেদেরকে একবিংশ শতাব্দীর উপযুক্ত করে তৈরি করছে না? এই গ্রন্থ তাদের সেটা মনে করিয়ে দেবে। কিভাবে তারা নিজেদেরকে তৈরি করবে তার একটা গাইডলাইন দেয়া আছে এই বইতে। আছে বিভিন্ন প্রশ্নের মাধ্যমে ছাত্রদের আত্মপোলব্দি জাগানোর প্রয়াস, আছে বিভিন্ন ছকের মধ্য দিয়ে বাস্তবতা থেকে আমাদের অবস্থানের দূরত্বের প্রতিফলন। জীবন বাস্তবতার রুঢ় বিষয়সমূহকে সামনে নিয়ে এসে ছাত্রজীবন বা চাকরি খোঁজার অবসরে কর্মজীবনের জন্য তৈরি হওয়ার পথ দেখাবে এ বই।
তাই আজি হোক ছাত্রজীবনেই নিজেকে গড়ার সূচনা।
যদি একদিন দেরি করি তাহলে একদিনের পিছিয়ে পড়ব। আর পিছিয়ে না পড়–ক আমাদের তারুন্য।
জাহাঙ্গীর আলম শোভন
অষ্টম শ্রেণীতেই তার লেখা জাতীয় পত্রিকায় প্রকাশিত হয়। বিভিন্ন পত্রিকা, ম্যাগাজিন ও অনলাইনে তার জীবনমুখী লেখা তাকে নতুন এক অবিধা দিয়েছে। ব্যবসা বাণিজ্য, পর্যটন ও লোকসাহিত্য নিয়েও তার লেখা পাঠকের প্রশংসা কুড়িয়েছ। বিষয়বস্তুর ভিন্নতা ও ও সহজ-সরস উপস্থাপনা তার লেখনীতে নিজস্বতা দিয়েছে। আছে গল্পময়তার ছাপ। বাংলাভাষায় কর্মাশিয়াল কনটেন্ট লেখনিতে তিনি একজন পথিকৃত। স্কুলজীবন থেকেই লেখালেখি, বিতর্কসহ বিভিন্ন বিষয়ে বহু পুরষ্কার পেয়েছেন। একসময় রাখালী নামে একটি লোকসাহিত্যের ছোটকাগজ সম্পাদনা করতেন।
২০১৬ সালে পায়ে হেঁটে তেঁতুলিয়া থেকে টেকনাফ ভ্রমণ করেন। ২০১৭ সালে তিনি দৈনিক বাংলাদেশ প্রতিদিন এর বিবেচনায় দেশের ৪০ জন প্রশংসিত ব্যক্তির একজন নির্বাচিত হন। ২০১৯ সালে দেশের প্রথম ই-কমার্স সামিটে তিনি দেশ সেরা ই-কমার্স কনটেন্ট রাইটার পুরষ্কার জিতেন। প্রাতিষ্ঠানিক শিক্ষা নিয়েছেন ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম ও ঢাকায়। প্রথাগত বিদ্যার পাশাপাশি নিজেকে গড়ে তোলার জন্য নিয়েছেন বিভিন্ন প্রশিক্ষণ। বিভিন্ন সামাজিক কর্মকা-েও রয়েছে তার সরব উপস্থিতি।
অবসরপ্রাপ্ত সরকারি চাকুরে বাবা ও গৃহিনী মায়ের জৈষ্ঠ্য সন্তান জাহাঙ্গীর আলম শোভনের স্থায়ী নিবাস ফেনী। স্ত্রী ও দুই সন্তান নিয়ে বাস করেন ঢাকার নিকুঞ্জে।