ফ্ল্যাপে লিখা কথা মননশীল কথাসাহিত্যিক শাহাদুজ্জামান লেখালেখি করছেন দু’দশকের বেশি সময় ধরে। এই বইয়ে তাঁর নিজের লেখালেখি, পছন্দের লেখক, প্রিয় বই ইত্যাদি বিষয়ক লেখাগুলো সংকলিত হলো।
ভূমিকা লেখালেখি করছি দু’দশকের উপর। নিজের লেখালেখি, পছন্দের লেখক, প্রিয় বই ইত্যাদি সংক্রান্ত আমার রচনাগুলো সংকলিত হলো এই বইয়ে। সবগুলো লেখাই ইতিপূর্বে বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছে। একটি রচনা সংস্কৃতি বিষয়ক সংগঠন ‘প্রস্তুতিপর্বের’ একিট অনুষ্ঠানে পাঠ করেছিলাম। লন্ডন ভিত্তিক সংগঠন ‘লিংকবাংলার’ পক্ষ থেকে আমার একটি সাক্ষাৎকার নেওয়া হয়েছিল, যেখানে কথা বলেছিলাম আমার লেখালেখি নিয়ে, বইয়ে অন্তর্ভুক্ত হলো সাক্ষাৎকারটিও। বইটি প্রকাশের জন্য প্রকাশনা সংস্থা ঐতিহ্যকে ধন্যবাদ জানাই। শাহাদুজ্জামান
সূচিপত্র * রবীন্দ্রনাথ : ব্যক্তিগত লোকাজ * শহীদুল জহিরের মৃত্যু : থেমে গেল দক্ষিণ মৈশুন্দি আর ভূতের গলির গল্প * আখতারুজ্জামান ইলিয়াসের ‘খোয়াবনামা’ : প্রস্তুতিপর্বের একটু আধটু * আখতারুজ্জামান ইলিয়াস : অন্তর্দীপ্তির লেখক * উজান : হাসান আজিজুল হকের বাড়ি * সুচরিত চৌধুর : ঘুড়িটা সাদা কিন্তু লাল * মিলান কুন্ডেরার লাইফ ইজ এলসহোয়ার * ক্রাচের কর্ণেল : প্রেক্ষাপট * বইমেলা * ঝগড়াপুরের লেখক ইওস ভ্যান বুরদেনের সঙ্গে আলাপ * আমার লেখালেখি : একটি সাক্ষাৎকার
শাহাদুজ্জামান
ব্যতিক্রমী এবং নিরীক্ষাধর্মী গ্রন্থ রচনার মধ্য দিয়ে শাহাদুজ্জামান মননশীল বাংলা কথাসাহিত্যে তাঁর অনিবার্য অবস্থানটি ইতিমধ্যে নিশ্চিত করেছেন। গল্প, উপন্যাস ছাড়াও প্রবন্ধ, গবেষণা, ভ্রমণ এবং অনুবাদ সাহিত্যেও রয়েছে তাঁর উল্লেখযােগ্য গ্রন্থ।
শাহাদুজ্জামান পড়াশােনা করেছেন মির্জাপুর ক্যাডেট কলেজ এবং চট্টগ্রাম মেডিকেল কলেজে। পরবর্তীকালে তিনি নেদারল্যান্ডস-এর আমস্টার্ডাম বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন চিকিৎসা নৃবিজ্ঞানে। পেশাগতভাবে তিনি ডাক্তার হিসেবে কাজ করেছেন উন্নয়ন সংস্থা ব্র্যাক-এর গ্রামীণ স্বাস্থ্য প্রকল্পে, পরে অধ্যাপনা করেছেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের স্কুল অব পাবলিক হেলথ’এ। বর্তমানে তিনি যুক্তরাজ্যের গ্লাসগাে বিশ্ববিদ্যালয়ে গবেষণা এবং অধ্যাপনায় যুক্ত আছেন। শাহাদুজ্জামানের জন্ম ১৯৬০ সালে ঢাকায়।