তিটি মানুষের রয়েছে ঘুরে দাড়ানোর শক্তি। আর একটা বার চেষ্টা করেই দেখি না, কি হয়, এই সিদ্ধান্তই যে কত জনের জীবনে পরিবর্তন এনে দিয়েছে, তার উদাহরন বলে শেষ করা যাবে না। লেগে থাকাটা সফলতার জন্যে খুব জরুরী। বইটি নাহিদ নামের একটি ছেলের জীবনে ঘুরে দাড়ানোর গল্প। একটা কঠিন সময় আসে জীবনে, যখন দায়িত্ব নিতে হয়। কিন্তু শুরুর দিকে সে হিমশিম খাচ্ছিলো। চারিদিকে এতো অনিয়ম, এতো বিরোধিতা, এই পরিস্থিতিতে কিভাবে সে এই দায়িত্ব নিবে? এমন সময় ছেলেটির সাথে দেখা হয়, তারই বাবার এক বন্ধুর। তিনি তাকে খঊঅউঊজঝঐওচ শব্দের প্রতিটি অক্ষরের ব্যাখ্যা দেন, অনেক গল্প এবং উদাহরণের মাধ্যমে। ধাপে ধাপে নাহিদের লিডারশীপ গুন বিকশিত হতে থাকে।