হনুমানের বংশধর সম্পর্কে কিছু জানো তোমরা? উপস্থিত জনেরা মাথা নাড়ায়। তাদের বেশিরভাগ লোক অশিক্ষিত। তারা পান চাবায়, বিড়ি টানে। শিরায় শিরায় বইতে থাকা ঘামের খাল শুকিয়ে যায়। তারা উৎসুক হয়ে হনুমানের বংশধর সম্পর্কে জানতে চায়। কেউ কিন্তু হনুমানের বংশধর সম্পর্কে জানে না। একেকজন বাইড়কামু করে আতাল পাতাল গল্প ফেঁদে দেয়। কোন যুগে চলে যায় তা বলা মুশকিল তবে তারা রামায়ণের পৌরাণিক যুগকে পেরিয়ে যায়। তালগোল পাকিয়ে বর্গীদের অত্যাচার আর খুন লুণ্ঠনের মানচিত্রে আছড়ে পড়ে। বলে সিরাজের যুদ্ধের পরে হনুমানেরা দলবদ্ধ হয়, আবার বলে পাকফৌজের সাথে তারা লণ্ডভণ্ড হয়। কারো ইতিহাস সম্পর্কে জ্ঞান নাই। হনুমান আসাতে চাঙ্গা হয়ে উঠেছে তাদের পোকালাগা মগজ।