বইটি এক তরুনকে নিয়ে লেখা যে কি না সদ্য গ্রাজুয়েশন শেষ করেছে, এখন তার সামনে অনেক অপশন, সে কি জব করবে? সে কি হায়ার স্টাডির জন্যে বাইরে চলে যাবে? সে কি সরকারি জবের জন্যে ট্রাই করবে? নাকি সে বিজনেস করবে? ছেলেটি যার কাছেই যায়, সেই তাকে তার মতো করে বুদ্ধি দেয়। ছেলেটি কি চায় তাকে কেউ জানতে চায় না। দিন শেষে এতো এতো লোকের বুদ্ধিতে সে হতবুদ্ধি হয়ে পড়ে। এরকম হতবুদ্ধি আমরা অনেকেই। তাদের জন্যই বইটি লেখা।