লালন শাহ ও হাসন রাজা বাঙালি সংস্কৃতির সমাজসচেতন এবং শিকড়নিষ্ঠ দুই সাধক কবি। লালন ছিলেন হাসনের প্রায় আশি বছরের জ্যেষ্ঠ। কিন্তু উভয়ের কবিপ্রতিভা আপুত করেছিলাে আধুনিক কাব্যের অন্যতম পুরােধা রবীন্দ্রনাথকে। বাঙালির হাজার বছরের ঐতিহ্যের ধারা এই দুই লােকপ্রতিভা ধারণ করেছিলেন। দুজনের কর্মজীবন ও সমাজ ভাবনায় বিধৃত হয়েছে বাঙালির হাজার বছরের লােকধর্মজাত দর্শন-লােকদর্শন। অনেকে তাদের গানকে আধ্যাত্মবাদী বলে আখ্যায়িত করলেও বর্তমান গ্রন্থকার তাদের সংগীতকর্মের ভেতর অনুসন্ধান করেছেন তাদের দর্শনের প্রকৃত স্বরূপ। গ্রন্থকার জানিয়েছেন লালন-হাসন-এর জীবন-দর্শন নিশ্চিতভাবেই ইহলােকবাদী, ধর্মনিরপেক্ষ, উদার-মানবতাবাদী, বস্তুনিষ্ঠ এবং কূপমণ্ডুকতামুক্ত। অনিবার্যভাবে এই গ্রন্থে লালনরবীন্দ্রনাথ-হাসন ও বিখ্যাত রুশ সাহিত্যক টলস্টয়ের চিন্তা-দর্শনের তুলনামূলক আলােচনা স্থান পেয়েছে। লালনের মানবতাবাদী চিন্তা আলােচনার ক্ষেত্রে গ্রন্থকার আবদুল ওয়াহাবকে প্রায় আড়াই হাজার বছরের সমাজ-ইতিহাসের পাতা খুলতে হয়েছে। আলােচনা প্রসঙ্গে আরাে এসেছে ভারতবর্ষ তথা বাংলার ভক্তিবাদ-প্রেমবাদ-যােগবাদ-গুরুবাদপিরবাদ-সুফিবাদ-চার্বক, জৈন ও বৌদ্ধ ধর্মের অহিংসা ও মানবপ্রেমের উপাদান এবং এলাহাবাদের সন্ত কবীর, বাংলার সন্ত চৈতন্য, ভলতেয়ার-রুশাে-তুর্গেনিভ, মার্কস-এঙ্গেলসলেনিন-মাও-এর প্রসঙ্গ। বাংলার গোড়ামিমুক্ত ও জীবনমুখী দর্শনের অনুসন্ধানে এবং তুলনামূলক আলােচনার ক্ষেত্রে এ বইয়ের বিশ্লেষণ বিশেষভাবে পাঠক-সহায়ক হবে।