বাংলাদেশে লালনচর্চা দিন দিন বেড়েই চলেছে। তাই বিভিন্ন দৃষ্টিকোণ থেকে লালনকে নিয়ে গবেষণা ক্ষেত্র প্রসারিত হওয়াই স্বাভাবিক। ‘লালন-অন্বেষণ’ গ্রন্থে লালনের অনেকগুলো তত্ত্বকে একসঙ্গে হাজির করে লালন প্রেমীদের লালন সম্পর্কে জানার কাজটি সহজ করা হয়েছে। এই গ্রন্থে এমন অনেক বিষয় আলোকপাত করা হয়েছে পূর্বে এমন স্পষ্ট করে করা হয়নি। ‘লালন-অন্বেষণ’ গ্রন্থটির ভাষা, উপস্থাপনা এবং বিষয় নির্বাচনের ক্ষেত্রে কবি, ঔপন্যাসিক, গবেষক জাহিদ হাসান ধন্যবাদ পাওয়ার যোগ্য। জাহিদ হাসান-এর ‘লালন অন্বেষণ’ গবেষণাধর্মী গ্রন্থটি পাঠকদের নতুন কিছু উপহার দেবে এতে কোনো সন্দেহ নেই।