ফ্ল্যাপের কিছু কথাঃ লাল শার্ট গায়ে ভেঙ্গু ভাইকে কেমন যেন যাত্রার সংয়ের মতো দেখায়। শার্টটা খুব দামি কোনো দোকান থেকে কেনা হয়েছে সম্ভবত। আমি খেয়াল করেছি খুব দামি দোকানের কাপড় আর আর ফুটপাতের কাপড় দেখতে প্রায় একরকম। মন্ত্রী মহোদয়কে সেদিন একটা চকরা-বকরা স্যুট পরে থাকতে দেখে ভেবেছিলাম নীলক্ষেত থেকে বানিয়েছেন বোধহয়। পরে জানলাম কাপড় কেনা হয়েছে সুইজারল্যান্ড থেকে আর সিঙ্গাপুরের এক টেইলারের কাছ থেকে বানানো। সেই টেইলারের সঙ্গে নাকি আগে অ্যাপয়েন্টমেন্ট করতে হয়। হালকা-পাতলা ইন্টারভিউও করে তারা। তারপর পছন্দ হয়ে কাপড় বানানোর প্রশ্ন। অথচ কাপড়-পাতলা ইন্টারভিউও করে তারা। তারপর পছন্দ হলে কাপড় বানানোর প্রশ্ন। অথচ কাপড়-সেলাই সব প্রায় নীলক্ষেত মার্কা। মাস্টার্সে উঠে ভার্সিটির ছাত্ররা এমন স্যুট বানিয়ে প্রাইভেট চাকরিরর ইনটারভিউ দিয়ে বেড়ায়। ভেঙ্গু ভাইয়ের লাল শার্টের কেসটা বোধহয় এ রকম।