'"লা-তাহযান" বইটির সম্পর্কে কিছু কথা: এটি একটি আন্তরিকতাপূর্ণ হৃদয় স্পর্শী ও দায়িত্বনিষ্ঠ গবেষণা যাতে মানবজীবনের বিয়ােগান্তক দিক আলােচনার প্রতি গুরুত্ব দেয়া হয়েছে। এতে আলােচনা করা হয়েছে। উদ্বেগ-উৎকণ্ঠা, অনাস্থা-অবিশ্বাস, ক্লান্তিঅবসাদ, চিন্তা- দুশ্চিন্তা, দুঃখ বিষাদ, হতাশা নিরাশা ও ব্যর্থতার সবদিক ও মাত্রা। এটি হলাে ওহীর আলাে, রিসালাতের নির্দেশনা এবং সরলপন্থী স্বভাব-প্রকৃতি, যথার্থ অভিজ্ঞতা, জীবন্ত দৃষ্টান্ত, চমকপ্রদ ঘটনা ও শিক্ষার আলােকে যুগ সমস্যার সমাধান। | এতে রয়েছে পরম আদর্শ ব্যক্তিত্ব। সাহাবী ও উৎকৃষ্টতম ব্যক্তিত্ব তাবেয়ীগণের বাণী এবং এতে আরাে আছে কবিসাহিত্যিকদের কাব্য-উপহার, চিকিৎসাবিদ ও দার্শনিকদের উপদেশ এবং আলেমগণের দিকনির্দেশনা। ব্যর্থতা বিফলতার নানাদিক রয়েছে প্রচার মাধ্যম তথা পত্রিকা, ম্যাগাজিন, সাময়িকী, ক্রোড়পত্র ও প্রচারপত্রে প্রকাশিত প্রাচ্যবিদ ও পাশ্চাত্যবিদ, প্রবীণ ও নবীণ মনীষীগণের সত্য ও শুদ্ধ অভিসন্দর্ভ-ভাণ্ডার। এ গ্রন্থটি বহু বিষয়ের সমন্বয়ে রচিত এক পরিমার্জিত ও পরিশীলিত সাধনা এক কথায় এ গ্রন্থটি আপনাদের উদ্দেশ্যে সুখী হােন, প্রশান্ত হােন, সুখের বার্তা শুনুন, আশাবাদী হােন। চিন্তা পরিহার করুন।'