ভূমিকা আমার ৩৫ বছরের চাকরিজীবনের বেশিরভাগ সময়ই বিদেশে কেটেছে।সামান্য কিছুদিন বিদেশী তেল কোম্পানি ছাড়া প্রায় সব সময়টাতেই কূটনৈতিক কর্মে নিযুক্ত ছিলাম। বহু দেশে গিয়েছি, বহু লোকের সঙ্গে মিশেছি। ছয়টি দেশে আবাসিক এবং আরও পাঁচটি দেশে অনাবাসিক রাষ্ট্রদূত হিসেবে প্রভূত অভিজ্ঞতা অর্জনের সৌভাগ্য আমার হয়েছে। সেই সময়কার স্মৃতি এখনও মানসপটে ভেসে ওঠে। লোকে আত্মজীবনী লেখে। আমার এখনও সেই সুযোগ হয়ে ওঠেনি। তবুও কয়েকটি বিষয় আলাদা করে জনসমক্ষে তুলে ধরতে চাই। এখন যদি না করি, পরে আরও ভুলে যাব। তা ছাড়া, বসয়ও তো বেড়েই চলেছে। সেই জন্য একটি বিষয় আমার সান্নিধ্য-তাঁদের সঙ্গে কথোপকথন, তাঁদের বক্তৃতার উদ্ধৃতি, উপদেশ. পর্যবেক্ষণ ও মতামত। চিন্তা করে দেখলাম, জীবনে বেশ কিছু এই ধরনের মানুষের সঙ্গে আমি সরাসরি সম্পৃক্ত হয়েছি। তবে যা মনে এসেছে প্রথমে সেটাকেই উদ্ধৃতি হিসেবে রেখেছি। আর এর সঙ্গে তাঁদের ও তাঁদের দেশেও কিছু কথা যোগ করেছি। পরিবেষে বিভিন্ন পর্যায়ে যাঁরা এই বইয়ের প্রকাশনায় সহায়তা করেছেন, তাঁদের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ। এঁদের মধ্যে বিশেষ করে মনে আসে আমার সেক্রেটারি রজব আলী, কাকলী প্রকাশীর স্বত্বাধিকারী এ কে নাছির আহমেদ সেলিম, মহাম্মদ মিজানুর রহমান, এম. মহসিন রুবেল এবং ইরা প্রকাশনার স্বত্বাধিকারী এম এ খান মামুনের নাম। তাদের অক্লান্ত পরিশ্রম ও আন্তরিক প্রচেষ্টা ছাড়া বইটি যথাসময়ে প্রকাশ করা সম্ভব হতো না। যে সব গুণীজনের সম্বদ্ধে বলা আছে এই বইটিতে, তাঁদের কথা ও বক্তব্য পাঠক-পাঠিকার পছন্দ হবে এবং তাঁদের জ্ঞানপিপাসা সামান্য হলেও মিটবে। এই আশাই আমি করব।
এম. এম. রেজাউল করিম ঢাকা, ১ ফেব্রুয়ারি ২০০৫
সূচিপত্র
বাংলাদেশ *বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান *শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান *মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানী *হোসেন শহীদ সোহরাওয়ার্দী *বিচারপতি আবু সাঈদ চৌধুরী *খন্দকার মুশতাক আহমেদ *শরীফুল হক ডালিম *হুসাইন মোহাম্মদ এরশাদ *রাষ্ট্রপতি বিচারপতি সাহাবুদ্দীন আহমদ *রাষ্ট্রপতি প্রফেসর ইয়াজউদ্দিন আহমেদ *স্পীকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার *প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া
পাকিস্তান *কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহ *প্রেসিডেন্ট আইয়ুব খান *প্রেসিডেন্ট ইয়াহিয়া খান *জুলফিকার আলী ভুট্টো *জেনারেল সাহেবজাদা ইয়াকুব খান *ব্রিগেডিয়ার (পরে জেনারেল) আমির আবদুল্লাহ খান নিয়াজী *মোহাম্মদ নওয়াজ শরীফ *বেনজীর ভুট্টো *জেনারেল ইস্কান্দার মির্জা *স্যার জাফরুল্লাহ খান ভারত *শ্রী মোরারজি দেশাই *শ্রীমতী ইন্দিরা গান্ধী *শ্রী অটল বিহারি বাজপেয়ী *শ্রী আই কে গুজরাল *শ্রী মনমোহন সিং *শ্রী কৃষ্ণ মেনন *শেখ মোহাম্মদ আবদুল্লাহ *দিলীপ কুমার