বিচিত্র এবং প্রায় অবিশ্বাস্য কিছু ঘটনার ভেতর দিয়ে মর্তুজা হাবিব ঢুকে পড়ে সোমা চৌধুরীর কুহেলিময় জগতে। সোমর রহস্যচক্রে পতঙ্গের মতো আটকে যাওয়া মর্তুজার দিশেহারা অবস্থা বর্ণনার ভেতর দিয়ে নারীর এক অচেনা এবং দুরূহ রূপ এঁকেছেন কবি-গদ্যশিল্পী শিহাব সরকার এ উপন্যাসে।