‘কুয়ালালামপুরের পথে পথে’ গ্রন্থটি আপাতদৃষ্টিতে একটি ভ্রমণ কাহিনী হলেও এটিতে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় সংযোজিত হয়েছে যা আমাদের দেশের অনেক পাঠকের কাছে শুধু যে অজানা তাই নয় বরং যা পাঠ করে পাঠকগণ আšতর্জাতিক পরিমন্ডলে সাংস্কৃতিক ঐতিহ্যের জগতে এক নতুন অগ্রযাত্রার সন্ধানও পাবেন। এমন একটি বিষয় ঐতিহাসিক দলিল এবং সরকারি ও বেসরকারি নথিপত্র সংগ্রহ ও সংরক্ষণ সংক্রান্ত পৃথিবীব্যাপী সাংস্কৃতিক আন্দোলন। এ কাজটির মূল দায়িত্ব পালন করেছে ওহঃবৎহধঃরড়হধষ ঈড়ঁহপরষ ড়হ অৎপযরাবং বা আন্তর্জাতিক আরকাইভস সংস্থা। কিভাবে তারা এ দায়িত্ব পালন করছে এবং এক্ষেত্রে আন্তর্জাতিকভাবে তারা কি ভূমিকা রাখছে তার বিশদ বিবরণ এ গ্রন্থে রয়েছে। সে সাথে রয়েছে এক্ষেত্রে এশিয়ার এক দেশ মালয়েশিয়ার কর্তব্য নির্বাহের কথা।