শাসক বদলের সাথে সাথে রাষ্ট্রীয় আইনও বদলে যায়। কিন্তু রাষ্ট্র ব্যবস্থার সফলতা-ব্যর্থতার বাহক হন এর সাথে জড়িত থাকা মানুষগুলো। এক অর্থে এরা হুকুমের দাস বা ক্রীতদাস। পৃথিবীর গতিতে এদের জয় পরাজয়ে কোন ব্যত্যয় ঘটে না। গোটা জীবন রাষ্ট্রের জন্য নিবেদন করেও এরা অপরাধী, এদের ক্রীতদাসত্বের শৃঙ্খল বহন করে চলে তাঁর পরিবার যুগ যুগ ধরে। একজন নিশির চোখে তার বাবা এক বীরপুরুষ কিন্তু সেই বাবাই যখন মৃত্যুদণ্ডে দণ্ডিত হয়, কেমন হয় ওর জীবন? অবিশ্বাসী চোখ আর বিচারহীন মানদণ্ডের সমাজে ও কী করে পারবে স্বাধীনভাবে চলতে? নাকি পিতৃপুরুষের শৃঙ্খলের দায় বয়ে চলবে আজীবন?