অনিমেষ,
আমি এখনও তোমায় খুঁজি জানো?
ভীষণ তেতে ওঠা দুপুরে তোমার তৃষ্ণা পায়;
কাঁচের বোতলের গায়ে জমা জলের মতন
হৃদয় তোমার স্পর্শে শীতল হতে চায়
অন্তর্জালে নীল সাদা জগতে
যে হাসিমুখে ছবি দেয়,
তার মুখ আমার কাছে অচেনা
গৃহী পুরুষের মাপা হাসি তার ঠোঁটে
আমি আবার পথে নামি জানো?
পিচঢালা তাতানো পথ আমায় আবার কাছে টানে,
আঁচলে মুছি ঠোঁট
আজন্ম তৃষ্ণা বুকে নিয়ে;
আমি মানুষের ভীড়ে তোমায় খুঁজি
তোমার সেই বোহেমিয়ান হাসিমুখ
তনুর অনিমেষ কে রীমা তা জানে না। তবে নীল সাদা জগতের চির চেনা মানুষের হাসিমুখের ছবি ওর কাছে ও আজ কেমন অচেনা।