কল্পনা আর বাস্তবতা কি কখনো মিশ খায়? কৃষ্ণকুহকে মিলবে তার উত্তর। ভেতরের পাতাগুলোয় কখনো আকাশ ফুড়ে নেমে আসে দেবী নেসহাত তো কখনো নাম না জানা নদীর তীরে হাজির হয় খালি এক জাহাজ। মরুভূমির উত্তপ্ত বালুতে ছুটে চলে এক ক্লান্ত কুমারী, আবার ছবির মত শান্ত-ছিমছাম কোন রাজ্যের কিনারায় বাসা বাঁধে ক্ষমতাধর এক কাল ডাকিনী। গল্পকথকের সাথে ছুটতে ছুটতে পাঠক নিজেও জড়িয়ে যাবেন সেই কুহকের জগতে।