১৯৫৮ সালে জেনারেল আইয়ুব খানের সামরিক শাসন পাকিস্তানকে বর্বর স্বৈরশাসনের যাঁতাকলে আবদ্ধ করলো। এ সময় সব ধরনের-বাক স্বাধীনতা হরণ করা হয়েছিল। তৎকালীন পাকিস্থানের স্বৈরশাসক আইয়ুব খানের শাসন ব্যবস্থাকে ব্যঙ্গ করে এ উপন্যাস রচিত হয়। এ উপন্যাসের মূল চরিত্র তাতারী। গণতান্ত্রিক চেতনাকে ভয় পায় স্বৈরাচারী শাসক। এই চেতনাকে দমন করার জন্যই আবার নেমে আসে সামরিক শাসন তবুও লেখকের প্রতিবাদ স্তব্ধ থাকেনি। রূপকের মধ্য দিয়ে তীব্র হয়ে উঠেছে এই প্রতিবাদ। প্রতিবাদে সোচ্চার হয়েছে শওকত ওসমানের ‘ক্রীতদাসের হাসি’র তাতারী। খলিফা হারুনর রশীদ কোনো কিছুর বিনিময়েই তাতারীর হাসি শুনতে পান না। খলিফার নির্দেশে হাসার চেয়ে মৃত্যুকে শ্রেয় মনে করেছে তাতারী।
শওকত ওসমান
জন্ম : জানুয়ারি, ১৯১৭ সালে পাড়া মেহেদী মহল্লায়। গ্রাম : সবলসিংহপুর, থানা : খানাকুল, মহকুমা : আরামবাগ, জেলা : হুগলী, রাজ্য : পশ্চিমবঙ্গ, রাষ্ট্র : ভারতবর্ষ, পিতা : শেখ মহম্মদ এহিয়া মাতা : গুলেজান বেগম। শওকত ওসমান তার সাহিত্য ক্ষেত্রের ছদ্মনাম। আসল নাম শেখ আজিজুর রহমান।
শিক্ষা : প্রথমে মক্তব, সবলসিংহপুর জুনিয়র মাদ্রাসা এবং পরে ১৯২৯-এ কলকাতা মাদ্রাসা-এ আলিয়াতে ভর্তি হন সপ্তন শ্রেণিতে। নবম শ্রেণিতে এ্যাংলাে-পার্সিয়ান শাখায় স্থানান্তর । ১৯৩৩-এ প্রথম বিভাগে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ। ১৯৩৪-এ সেন্ট জেভিয়ার্স কলেজে ভর্তি এবং ১৯৩৬ সালে প্রথম বিভাগে আই.এ.পাস। ভর্তি হন অর্থনীতিতে বি.এ. অর্নাস ক্লাসে। ১৯৩৯ সালে বি.এ. পাস। ১৯৪১-এ দ্বিতীয় শ্রেণিতে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা এম.এ.।
পুরস্কার : ১৯৬২ সালে আদমজী, ১৯৬৬ সালে বাংলা একাডেমি, ১৯৬৭ সালে প্রেসিডেন্টের প্রাইড অব পারফরমেন্স পদক, ১৯৮৩ সালে একুশে পদক, ১৯৮৬ সালে নাসিরউদ্দিন স্বর্ণপদক, ১৯৮৮ সালে মুক্তধারা পুরস্কার, ১৯৮৯ সালে ফিলিপস্ সাহিত্য পুরস্কার, ১৯৯১ সালে টেনাশিস পুরস্কার এবং স্বাধীনতা দিবস পুরস্কার, ১৯৯৬ সালে মাহবুবউল্লাহ ফাউন্ডেশন পদক।
মৃত্যু : সকাল ৭.৪০ মিনিট, ১৪ মে ১৯৯৮, সম্মিলিত সামরিক হাসপাতাল, ঢাকা।