প্রাণঘাতী এক ভাইরাস আকস্মিকভাবে ছড়িয়ে পড়ছে দেশের বিভিন্ন প্রান্তে। গুজব ভেবে কেউ পাত্তা দিল না, ভুলটা হলো এখানেই। মানুষ মরতে শুরু করল দেদারসে। যন্ত্রণাদায়ক আর বীভৎস এই মৃত্যুভয় ছড়িয়ে পড়ল দ্রুত, দেখা দিল বিশৃঙ্খলা।
এই মৃত্যুভয়ের আড়ালে চলছে আরেক খেলা। নিজেদের স্বার্থ হাসিল করতে মরিয়া এক গোষ্ঠীর কাছে এত মানুষের মৃত্যু কেবলই সংখ্যা। ষড়যন্ত্রে জয়ী হতে এরা নির্মম, নিষ্ঠুর। প্রাণঘাতী এই ভাইরাস প্রাকৃতিক নয়, কৃত্তিম-আর তা ছড়াতে ব্যবহার করা হয়েছে এক বিশেষ প্রজাতির প্রাণী! গবেষক আকবর খানের মৃত্যুটাও সন্দেহজনক।
বিচ্ছিন্ন কিছু তথ্য মিলিয়ে ডিপ ইকোলজি অ্যান্ড স্নেক কনজারভেশন ফাউন্ডেশনের সদস্যরা মৃত্যু ঝুঁকি নিয়ে ছুটল বনে, সমাধানের সূত্র কি তবে সেখানেই? হিমঘুম, নিনাদ এর সফলতার পর বাপ্পী খানের 'বুনো' সিরিজের শেষ আখ্যান ক্রান্তি-যেখানে পাঠক মানুষরূপী কিছু দানবের স্বরূপ খুঁজে পাবেন।