প্রত্যেক মানুষই যাপন করে আলাদা আলাদা জীবন। কিন্তু কিছু মানুষ আছেন যারা নিজের কর্মকা-ের কারণে অন্যজনের কাছে হয়ে উঠেন প্রেরণা ও অনুসরণের পাত্র। আর সেই মানুষ যদি নিজের মুখে বয়ান করেন নিজের বর্ণাঢ্য জীবন, তখন তা রূপ নেয় ভিনড়ব গুরুত্বে। ‘কতো ঘরে ঠাঁই’ এমনই একজনের আত্মস্মৃতি যা আমাদের প্রেরণার মূলে সুন্দরের আহ্বান জানায়।