ছেলেবেলা। শহর নওগাঁ। মায়ের কোল, মাঠ, পার্ক, পুকুরের ঘাট। এক সারি ছোট বাড়ি। যমুনার কোল। সিরাজগঞ্জের গাঁ। ছুটে আসে বানের স্রোত। গা ভাসান তাতে। পানি বাড়ে। মাছ ধরা পড়ে। পাট পচে। শাপলা ফোটে। শরৎ। হেমন্ত আসে কলাইয়ের ক্ষেতে। শীত আসে হাড় কাঁপাতে। পিঠে পুলির দিন। বিছানার নীচে মালসায় আগুনের রাত। তার পরে সূর্যের তাপ বাড়ে। আল্লাহ মেঘ দে। আসে আম কুড়ানোর বৈশাখ। ঝড়ে ঘর কাঁপে। জ্যৈষ্ঠ আসে। আম লিচু পাকে। কাঠালের ভুতি গন্ধ ছড়ায়। রোজ সূর্য ওঠে ঈদগাহের ওপর দিয়ে। রোজ পথ চলা। নগ্ন পা। মসজিদ, এলিয়ট ব্রীজ, কদম গাছ, মাদ্রাসা। মাঠ, মড়াকাটা ঘর, ছোট নদী, ঘরে ফেরা। সন্ধ্যাবেলায় লণ্ঠন জ্বেলে পড়া। বুড়িগঙ্গার তীর। বক্সিবাজার। ঢাকা কলেজ, রেলপথ, য়ুনিভার্সিটি, সবুজ মাঠ রমনার। রক্তরাঙ্গা একুশে ফেব্রুয়ারী। সেন্ট্রাল জেলখানা, নতমাথা, ভালবাসা, বকুলের সারি। তোপখানা, কাকরাইল, এশিয়া বাইক, চাকরী। তারও পরে পরবাসে। নওগাঁ থেকে বহুদূরে সাত সমুদ্র পারে হিমশীতল বৃষ্টিভেজা ম্যানচেস্টারে। অনেক ঘরে বাস, অনেক চেনা মুখ, অনেক প্রিয়জন। তারি মাঝে জীবনযাপন। জীবনের এক সারি খ-চিত্র এঁকেছেন মাহফুজুর রহমান। উঠে এসেছে গ্রাম, সমাজ, জীবন, যুদ্ধ, মন্বন্তর, দাঙ্গা, দেশভাগ, ভাষা-আন্দোলন ...। তাঁর আশা কেউ কেউ হয়তো ছবিগুলো নিজের জীবনের সঙ্গে মিলিয়ে কোথাও কোনও মিল খুঁজে পাবেন। বলেছেন, তাতেই তাঁর আনন্দ।
মাহফুজুর রহমান
মাহফুজুর রহমান কিশােরগঞ্জ জেলার পাকুন্দিয়া থানার চরফরাদী গ্রামে জন্ম পিতা আলিম উদ্দিন আহমেদ এবং মাতা খােদেজা খাতুন। অধ্যয়নস্থল- পাকুন্দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, পাকুন্দিয়া পাইলট মডেল হাই স্কুল, ভৈরবের কে.বি. হাই স্কুল ও হাজী আসমত কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ইউনিভার্সিটি অব ফিলিপিন্স। স্কুলজীবন থেকে লেখালেখির শুরু। ছােটোবেলায় গল্প শুনতে শুনতে কল্পনায় ভেসে যেতেন দিগন্ত ছাড়িয়ে। বড়ােবেলায়ও নেশা দেশভ্রমণ। বাংলাদেশের সকল জেলা এবং দর্শনীয় স্থান ভ্রমণ করেছেন। ভ্রমণের রঙিন চশমা পরে ঘুরে বেড়িয়েছেন অ্যান্টার্কটিকা ছাড়া পৃথিবীর সব মহাদেশ। আর সেসব স্মৃতিকেই পুঁজি করে লিখেছেন দেশ হতে দেশ দেশান্তরে, পাঁচ চিলতে ইউরােপ, উড়ে গেলাম ঘুরে এলাম, দেখা অদেখা মিয়ানমার, দুরবিনে। দূরদেশ, গুড মর্নিং ফিলিপিন্স এবং আরও। অনেকগুলাে বই। পুরস্কার : অগ্রণী ব্যাংক শিশু একাডেমী শিশুসাহিত্য পুরস্কার, সুকুমার সাহিত্য সম্মাননা, আবু হাসান শাহীন স্মৃতি শিশুসাহিত্য পুরস্কার, ছােটোদের সেরা বই ২০১৪, চন্দ্রাবতী একাডেমি পুরস্কারসহ আরও কিছু সম্মাননা। স্ত্রী নাদিরা বেগম এবং তিন কন্যা-কীর্তি, অর্থী ও শ্রেয়াকে নিয়ে তাঁর ছিমছাম সংসার। কীর্তিসূত্রে বর্তমানে তার সংসারে যােগ দিয়েছে মিতুল ও সুহৃদ।