কথোপকথন না ফুরোনো বিকেল এটি একটি দারুণ রোমান্টিক কথোপকথনের মৌন মায়া। এখানে আছে জীবনের অনুরণন। আছে কিছু বিশুদ্ধ বোধের সন্তরণ। সকলের প্রিয় লেখক নাজনীন নাহারের লেখার বিস্তৃতি জীবন ও সাহিত্যের প্রায় সকল পরিসরে। তিনি কবিতায় কথা বলেন। কবিতায় আঁকেন জীবন ও বাস্তবতা। আঁকেন অনুরাগের অনুরণন। মানুষের মন ও মস্তিষ্কের বায়ুমণ্ডলে যে নানান রঙের স্পষ্ট ও অস্পষ্ট অনুভূতির জলছাপ। তার নকশায় তিনি কবিতা বুনেন ভালোবাসার, প্রণয়ের ও জীবন বোধের। মানুষের ভাব, ভাষা ও উপলব্ধি প্রকাশের অন্যতম মাধ্যম হলো কথা। আর সেই কথা নিয়েই লেখকের অনবদ্য এই উপস্থাপন কথোপকথন না ফুরোনো বিকেল কাব্যগ্রন্থটি। মূলতঃ মানুষের জীবন যতদিন ভালোবাসা ও অনুভব ততদিন। আর কথাও ততদিন। তাইতো কথোপকথনের রূপে লেখকের উপলব্ধির অনুবাদ না ফুরোনো বিকেল। আমার বিশ্বাস লেখকের এই কথোপকথন সমৃদ্ধ না ফুরোনো বিকেল কাব্যগ্রন্থটি পাঠক হৃদয় জয় করতে সক্ষম হবে ইনশাআল্লাহ। ________প্রকাশক