কষ্টিপাথর
বইবাজার মূল্য : ৳ ১৫৬ (৩৫% ছাড়ে)
মুদ্রিত মূল্য : ৳ ২৪০
প্রকাশনী : মাকতাবাতুল আযহার
বিষয় : বইমেলা ২০১৮
বইঃ কষ্টিপাথর লেখকঃ ডা. শামসুল আরেফীন। শুদ্ধি প্রকাশনী মুদ্রিত মূল্যঃ ২৪০৳ আমাদের কাউকে যদি বলা হয়, দাড়ি রাখো না কেন? আরে এটাতো সুন্নত না রাখলেও হবে। বসে পানি পান করা,ঘুমানোর সময় অযু করে ঘুমানো সুন্নত। ডান দিকে কাত হয়ে ঘুমানো সুন্নত। বাম পায়ে বাথরুমে প্রবেশ করা সুন্নত। আরে এগুলোতো সুন্নত এটা পালন না করলে গুনাহ্ হবে না। ঠিক একই লোককে যদি বলা হয় ডাক্তারের প্রেস্ক্রিপশনে লেখা আছে। আপনার অমুক রোগ থেকে মুক্তি পেতে হলেঃ ডান কাতে ঘুমাবেন। কিংবা দাঁড়িয়ে পানি পান করবেন না। তাহলে তা অক্ষরে অক্ষরে পালনীয়।কারণ এগুলো পালনে আমাদের ইহলৌকিক লাভ সাধিত হয়। আর সুন্নত। এটাতো সেকেলে। তা পালনে আর না পালনে কি এমন যায় আসে বলেন। আসলেই কি তাই? কষ্টিপাথর' বইয়ে মূলত সুন্নাতকে কষ্টিপাথর হিসেবে দেখানো হয়েছে।বিজ্ঞানকে এই পাথরে ঘষা হয়েছে। পাতায় পাতায় দেখানো হয়েছে, সুন্নাত পালনের মধ্যে ইহলৌকিক কত উপকারিতা রয়েছে। বিজ্ঞান আজ যা আবিষ্কার করছে,মুসলমানরা বিগত চৌদ্দশ বছর ধরে ধারাবাহিকভাবেই তা পালন করে আসছে। সুন্নাত বিজ্ঞানের উপর এতটাই অগ্রসর। কারন এমনটা কেনই বা হবে না,অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম'র মাধ্যম এর মূল উৎস তো খোদ মহান রাব্বুল আলামিন স্রষ্টা, সকল জ্ঞান-বিজ্ঞানের যিনি সৃষ্টিকর্তা। বইটির প্রতিটি লাইন পড়েছি আর মুগ্ধ হয়েছি। কী চমৎকার বিজ্ঞানসম্মত মহা জ্ঞানী আল্লাহর দেয়া প্রতিটি বিধান!( সুবহানআল্লাহ) নবীজির খাওয়া থেকে শুরু করে চলাফেরা ঘুমানো পর্যন্ত- কোনটি নয়? দূর্গের বাইরে পরিখা,লেফট- রাইট, মাছিমারা কেরানি, যাহ্! সব মাটি এমন ছাব্বিশটি সুন্দর শিরোনামে সুন্নতের আলোকে বিজ্ঞানের জটিল একগেঁয়ে বিষয়গুলো এত্ত মজার ভাষায় ব্যাখ্যা করেছে যা বইটিকে আরও সৌন্দর্যমন্ডিত এবং আকষর্নীয় করেছে। "জীবনের অপর নাম পানি" বিষয়ক শিরোনামে অনুচ্ছেদটি পড়ে ভীষন চমৎকৃত হয়েছি। পানির কৃস্টালের উপর কোরআনের আয়াতের প্রভাব। (সুবহানাল্লাহ) পড়েছি আর বার বার বিষ্মিত হয়েছি! আর কতবার আশ্চর্য হলে আমরা প্রযাক্টিসিং হব? আর কতবার আশ্চর্য হলে আমরা ফিরে আসব আমাদের দ্বীনে? তাই বলে কি আমরা বিজ্ঞানের সাথে সুন্নতের যোগসূত্র দেখেই সুন্নত পালনে উদগ্রীব হবো? উহু! আমাদের রাসূল সাঃ এইভাবে করেছেন তাই আমরা করছি। নবীজির দেয়া সব খবর আমারা বিনা দ্বিধায় বিশ্বাস করি, আমরা মুমিন। এটার নামই ঈমান। আমার বুঝে আসুক না আসুক, সুন্নতের মধ্যেই আছে ইহকাল ও পরকালের কল্যাণ। তবে এই বইটার পড়ে বিজ্ঞানের ভাষায় সুন্নতের উপকারীতা জেনে একজন বিশ্বাসীর বিশ্বাস আরো দৃঢ় হবে।