“করোনা ও একটি অলকানন্দা ফুল” মোট উনিশটি গল্প নিয়ে একটি গল্পগ্রন্থ। করোনাকালের দুঃসহ জীবন ধরা পরেছে এই গ্রন্থের প্রতিটি গল্পে। করোনার ভয়াল ছোবলে মানুষের জীবন বিপন্ন। তারপরেও এই দুঃসহ জীবনের ছাপ নিয়ে মানুষ ঘুড়ে দাড়ায়, তাদের কেউ কেউ যুদ্ধে জয়ি হয় আবার কেউ নীরবে মাথা নত করে আত্মসমর্পন করে। আমাদের বর্তমান সময়ে জীবনের এই কঠিন বাঁকগুলো এ গ্রন্থে চিত্রিত হয়েছে। এই গ্রন্থের কিছু চরিত্র খুব কাছ থেকে দেখা, শোনা এবং জীবন থেকে নেয়া। গল্পের অনেক চরিত্রই এখন আর বেঁচে নেই। তারপরেও মানুষ স্বপ্ন নিয়ে বেঁচে থাকে, জীবনের সাথে প্রতি নিয়ত যুদ্ধে লিপ্ত হয়। করোনার এই প্রতিকুল সময়ে আমরা এখনো যুদ্ধ করে যাচ্ছি। তারপরেও প্রশ্ন থাকে। মানুষ কি পারবে সেই কাঙ্ক্ষিত স্বপ্নকে ছুঁয়ে দিতে? “করোনা। ও একটি অলকানন্দা ফুল” গ্রন্থটিতে সংকলিত প্রতিটি গল্পে সেই সত্যকে খোঁজার চেষ্টা করা হয়েছে।