নীল পাহাড়ের পাদদেশে যে সমতল ভূমি, তারই ঝোপঝাড়ের পাশে অনাদরে বেড়ে ওঠে একটা ফুলগাছ । সেই ফুলগাছে চোখ-কাড়া, মন-কাড়া এমন লাল টুকটুকে উজ্জ্বল ফুল ফোটে, যেগুলোকে অন্ধকার আকাশে উজ্জ্বল তারার মতো মনে হয় । একদিন সেই ফুল নজর কাড়ে একদল পাহাড়ি মেয়ের । তারা সেই ফুল নিজেদের কানে পরে নিয়ে তার নাম রাখে কর্ণকুসুম । দৈবক্রমে কর্ণকুসুমের সঙ্গে দেখা হয় এক কালোপাখার প্রজাপতির । দুজনের মধ্যে গড়ে ওঠে নিবিড় সম্পর্ক । কিন্তু সেই সম্পর্কে ছেদ পড়ে । কর্ণকুসুমের রূপে মুগ্ধ হয়ে পরিরা তাকে চুরি করে নিয়ে যায় তাদের সাত আসমানের রাজ্যে । তারপর ? তারপর আরেকবার তাকে শেকড়সুদ্ধ উপড়ে নিয়ে যায় একজন প্রকৃতিবিদ । তারপর তাকে কীভাবে উদ্ধার করা হল, তাকে উদ্ধার করতে গিয়ে কী অপরিসীম ভলবাসার পরীক্ষা দিতে হয়েছে কালোপাখার প্রজাপতিকে, তারই শ্বাসরুদ্ধকর কাহিনি আখতার হুসেনের জাদুকরি বয়ানে-বর্ণনায় । এ বই ছোটদের যেমন আকর্ষণ করবে, তেমনি বড়দেরও ভাল লাগবে ।