আল্লাহর রাসূল সাল্লাল্লঅহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “ হজরত জিবরাইল আ. আমার অন্তরে এ কথার ওহি ফুঁকে দিয়েছেন যে, কোনো প্রাণিীই তার ীনধারিত আয়ু ও রিজিক পূরণ করার আগে মৃত্যু বরণ করবে না। অতএব তোমরা আল্লাহকে ভয় করে চলো আর সুন্দরভাবে হালাল পন্থায় জীবিকা অন্বেষণ কেরা। তোমাদের কাছে ( হালালভাবে) জীবিকা পৌঁছতে দেরি হলেও কোনোমতেই তোমরা হারামপন্থার দ্বরস্থ হয়ে যেও না, নিশ্চয় আল্লাহ তায়ালার কাছে যা, ওটা কেবল তার আনুগত্যর মাধ্যমেই পাওয়া যায়।