বৃত্তের শুরু হয় যেখানে, শেষও সেখানে। এমনি এক মোহময় বৃত্তের ভেতর ঘুরপাক খাচ্ছি আমরা। কিন্তু কেন? কীভাবে? কার জন্যে আমাদের জীবন বিপন্ন? .. আরোপিত বৃত্ত ভেঙে মুক্তির আনন্দে অবগাহন আর অপার সম্ভাবনাময় জীবনের স্বাদ নিতে এই বই।
আহমেদ সাফায়েত
জন্ম ২রা আগস্ট ১৯৮৫, লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলায়। বাবা মোঃ ছেরাজুল হক, মা হালিমা খাতুন। আহমেদ সাফায়েত ঢাকার নটরডেম কলেজে পড়েছেন, পরবর্তীকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট থেকে স্নাতক ডিগ্রি লাভ করেছেন এবং বর্তমানে একই ইনস্টিটিউটে স্নাতকোত্তর পর্যায়ে শিক্ষারত আছেন। এর আগে রচনা করেছেন প্রতিবন্ধী বিশ্বখ্যাতদের নিয়ে জীবন জয়ের গল্প, সাংস্কৃতিক সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লেখা করেছি তোমার বৃত্তবন্দী। ফকির-সন্ন্যাসী বিদ্রোহের কথা তাঁর তৃতীয় প্রকাশিত গ্রন্থ।