সারাদিন আমরা কত কিছুর মুখোমুখি হই! কিন্তু বুঝতে পারি না কোনটা ঠিক, কোনটা ভুল। মনের খেয়ালে কাজটি শেষ করি। অমনি বড়োরা এসে বলে-এটা কেন করলে? এটা তো ঠিক না!
কী জ্বালা! কেউ বলে এটা ঠিক, কেউ বলে ওটা ঠিক। কেউ বলে পরীক্ষার দিন ডিম খেতে হয় না, কেউ বলে ডিম খেলে কিছু হয় না। কেউ বলে খাবার সময় সালাম দিতে হয় না, কেউ বলে সালাম দিতে সমস্যা নেই। কতজন কত কথা বলে। আসলে কোনটা ঠিক?