সিজোফ্রেনিয়ায় আক্রান্ত মাকে হারানোর পর ঢাকায় ক্লাস নাইনে ভর্তি হয় যমজ ভাই রবি-সোম। ছুটিতে বাড়ি যাবে বলে তৈরি হচ্ছিল। বাবা বিয়ে করছে শুনে প্রচণ্ড অভিমানে ওরা চেপে বসে বনগিরির বাসে। এই প্রথম অচেনার দিকে বেরিয়ে পড়া। সেÊফ ঘুরতে যাওয়া নয়, একে বরং বাস্তবতা থেকে পালিয়ে বাঁচার এক যাত্রাই বলা চলে। পার্বত্য জনপদে পথ দেখায় গাইড মজনু। কথা হয় বিলু ও ভিনদেশি রজারের সঙ্গে। বন্ধু হয় পাহাড়ি ছেলে প্রদীপ-নিউটন ও চটপটে কুকুর ভুলু। তবে ভয় ধরে যায় মেঘলা চিতার খবরে। আকরাম নামের লোকটা শুনিয়ে যায় একই কথা, ‘পাহাড়ে শয়তানের আনাগোনা শুরু হইছে। সাবধান!’ তারপরও ওদের শেষ গন্তব্য কং পাহাড়। রোমাঞ্চঘেরা কং পাহাড় কোথায়? সেখানে কীভাবে শয়তানের খপ্পরে পড়ল বাংলাদেশের এক ‘সম্রাট’? ভেনেজুয়েলা ও মালাবির দুই ‘সম্রাট’ই-বা এতে জড়াল কেন? উত্তর আছে এই জমজমাট কিশোর উপন্যাসে!