একাদশ শতাব্দীর শেষভাগে বরেন্দ্রভ‚মিতে সংঘটিত প্রবল কৈবর্ত-উত্থানের সাথে সংশ্লিষ্ট প্রায় হারিয়ে যাওয়া নানা গুণীজনের লেখা সংকলন করে বর্তমান গ্রন্থটি সাজিয়েছেন সমর পাল। কৈবর্ত-সমাজ ও তাদের বিপ্লবী পরিচয় এতে বিধৃত হয়েছে। কৈবর্ত-নায়ক দিব্য ও তাঁর ভ্রাতুষ্পুত্র ভীম অবহেলিত প্রজাকুলের কল্যাণে বরেন্দ্রভ‚মিতে যে মহাজাগরণ সৃষ্টি করে প্রবল প্রতাপশালী পাল-সা¤্রাজ্যের ভিতে কাঁপন ধরাতে সক্ষম হয়েছেন, সে ইতিহাসের গৌরবময় অথচ বিস্মৃতপ্রায় অধ্যায় বর্তমান সংকলনে সবলভাবে উপস্থাপিত হয়েছে সুনির্বাচিত প্রবন্ধগুলোর মাধ্যমে।
ঐতিহ্য-গবেষক সমর পালের সংকলিত কৈবর্ত জাগরণ গ্রন্থটি তাঁর অন্যান্য গ্রন্থের মতোই নন্দিত হবে-এ কথা বিশ্বাস করা যায়। দুষ্প্রাপ্য এই প্রবন্ধগুলো গবেষক, ছাত্র, শিক্ষক ও সাধারণ পাঠককে নিঃসন্দেহে উপকৃত করবে, সে বিষয়ে সন্দেহ নেই। আমরা এ গ্রন্থের বহুল প্রচার কামনা করি।