যদি প্রথমেই ‘আমি কে’ এটা জানার জন্য সব লেখা বাদ রেখে ব্যাক ফ্ল্যাপ পড়তে শুরু করেন, তাহলে এটুকু বলব আমি আপনার সেই পুরোনো প্রতিবেশী, যার সাথে আপনার দেখাটা হয়েও হলো না। ইচ্ছাকৃতভাবেই অপরিচিত থেকে গেলাম আমরা। আর যদি বইটি পড়া শেষ হয়ে থাকে তাহলে এতক্ষণে আপনি জেনে গেছেন ‘আমি কে’। আমরা মন যমজ। আমরা একজন আরেকজনের পরমাত্মীয়।