হাসান আল আব্দুল্লাহ নতুন ধারার সনেটের প্রবর্তক, নামঃ স্বতন্ত্র সনেট। বেশ কয়েকজন বাঙালী, বৃটিশ ও মার্কিন কবি ইতিমধ্যে তাঁর এই ধারায় বাংলা ও ইংরেজিতে সনেট রচনা করছেন। মানুষ ও মহাবিশ্বের চলমানতার বিশাল পটভূমিতে মহাকাব্য রচনা ছাড়াও তিনি লিখেছেন ছন্দ বিষয়ক বই কবিতার ছন্দ। একাধিক সংস্করণ প্রকাশিত হয়েছে। তাঁর নির্বাচিত কবিতা', স্বতন্ত্র সনেট’ ও ‘বিশ্ব। কবিতার কয়েক ছত্র ইত্যাদি গ্রন্থের। উপন্যাস, ছােটো গল্প, প্রবন্ধ, গান, নাটক, ভ্রমণ কাহিনীসহ সাহিত্যের নানা শাখায় বিচরণ করছেন তিনি। ইংরেজি অনুবাদেও তার তিনখানা বই বেরিয়েছে আমেরিকা থেকে।
হাসানআল আব্দুলাহ ২০১৬ সালে চীন সরকারের আমন্ত্রণে আন্তর্জাতিক সিল্ক রুট কবিতা উত্সবে যােগ দেন এবং একই বছর বিশ্ব কবিতায় বিশেষ অবদানের জন্যে পান ইয়ােরােপীয় কবিতা পুরস্কার 'হেমার মেডেল'। স্বতন্ত্র সনেটের জন্যে ২০১০ সালে তিনি পান লেবুভাই ফাউন্ডেশন পুরস্কার। ইংরেজি, ফরাসী, স্প্যানিশ, কোরিয়ান, চাইনিজ, পােলিশ ও ভিয়েনামী ভাষায় অনূদিত হয়েছে তার কবিতা; স্থান পেয়েছে বেশ কয়েকটি আন্তর্জাতিক অ্যালেজিতে। আমব্রিত কবি হিসেবে কবিতা পড়েছেন মার্কিন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে। তিনি আন্তর্জাতিক দ্বিভাষিক কবিতা পত্রিকা শব্দগুচ্ছ সম্পাদক এবং ১৯৯৮ সাল থেকে নিউইয়র্ক সিটির হাইল গণিত শিক্ষক হিসেবে কর্মরত। তার একাশিত গ্রন্থ সংখ্যা ৪০।