খুব বেশি কবিতা লিখেননি মোহাম্মদ রফিক। কিন্তু তার কবিতায় রয়েছে মাটির ঘ্রাণ। উর্বর পঙ্ক্তিমালায় সে ঘ্রাণ আরও মোহনীয় হয়ে ওঠে। বাংলাদেশের মাটির কবিতা বলতে যা বোঝায় সেই কবিতার প্রাণপুরুষই মোহাম্মদ রফিক। তাছাড়া প্রান্তিক জীবনের দুঃখগাথাও তার কবিতার অন্যতম বিষয়। এক বইয়ে মোহাম্মদ রফিক মানেই তারা সারাজীবনের কাব্যসাধনাকে বিচারের সুবিধা।