আব্দুল মান্নান সৈয়দ মূলত কবি। নানাদিকে সচল পদচারণা থাকলেও কবিতার রাজ্যে তিনি একক। অনেক বছর তাঁর কোনো কবিতার বই বের হয়নি। তবে পত্রপত্রিকায় তিনি খুবই নিয়মিত প্রকাশিত হয়ে চলেছেন। কবিতার বই নামের এই বইটিতে নতুন করে দেখতে পাব মান্নান সৈয়দ গতানুগতিক পথে চলেন না। বইটিতে দেখা যাবে বিষয়বিচিত্রতার সঙ্গে লিরিক কবিতার একন নতুন উন্মীলন। ব্যতিক্রমী এই কবিতাগ্রন্থটিতে মান্নান সৈয়দের কবিতার সঙ্গে তাঁর কবিতার সম্পর্কে দেশবরেণ্য সুধী কয়েকজনের তীক্ষè পর্যবেক্ষণ গ্রথিত হয়েছে। লিখেছেন : শওকত ওসমান, আবুল হোসেন, শামসুর রহমান, আল মাহমুদ, শহীদ কাদরী, আবু হেনা মোস্তফা কামাল, আবদুল্লাহ আবু সায়ীদ, সিকদার আমিনুল হক, মুস্তফা আনোয়ার, আবদুস সেলিম প্রমুখ থেকে তরুণতম লেখক-কবিবৃন্দ।