ড. মুকিদ চৌধুরীর 'অনাহূত অতিথি'র কবিতা-সমগ্রের কিছুকিছু কবিতা যেন মুক্তিযুদ্ধে লড়েছে, নৃত্যের ছন্দ তুলছে, সমাজের অংশ, যে সমাজ হিংসায় দ্বন্দ্বে জড়িয়ে আছে, অস্তিত্বের উৎকণ্ঠাকে প্রভাবিত করে। সৌন্দর্যের বাইরের হিংসা, লজ্জ, অত্যন্ত দুঃখ সবমিলে রাজনৈতিক পরিস্থিতিও এই কবিতা-সমগ্রে প্রকাশ পেয়েছে। অনুভূতি কবিতায় গভীর শেকড় তৈরি করেছে। কবিতায় শব্দ-সমূহ নিয়ে এবং তার অর্থের রেঞ্জ নিয়ে নিরন্তর খেলতে থাকার মধ্যে সাধারণ একটি শব্দের আচরণটাই পালটে যায় বহু-রৈখিক এক অভিজ্ঞতা-প্রণালির ভেতর।