এস. ই. ইসলাম এক অনন্য কাব্যপ্রতিভার নাম। প্রেম প্রকৃতি আর দেশ প্রেমে নিমগ্ন এ কবির কবিতায় প্রকাশ পায় তার চিন্তা ও কর্মের ব্যাপকতা। সহজ সরল আর আবেগী শব্দ চয়নের মধ্য দিয়ে জানান তিনি তার আবেগ অনুভূতির কথা। তিনি যা চিন্তা করেন যা কল্পনা করেন আর যা স্বপ্ন দেখেন সবই তার কবিতায় ধরতে চান।
কবিতার যে নানা ব্যাকরণ কিংবা বাঁক উপবাঁক তাকে তিনি পাশকাটিয়ে নিজের মতো করে নিজের কথা তুলে ধরেন। প্রেমের মধ্য দিয়ে তিনি দ্রোহের প্রকাশ ঘটান। অতি সাধারণ কোন বিষয় কিংবা পরিচিত অভিজ্ঞতাকে তিনি কবিতা করে তুলতে চান খুব দ্রুত।
কবিতার নানা ধরণের পাঠক রয়েছে। তবে ছন্দবদ্ধতা সবাই পছন্দ করে। এতে কবিতার ভাব সৌন্দর্য প্রকাশ পায় এবং একই সাথে পাঠক হৃদয়ে দোলা দেয়। তৃপ্তিদায়ক কিছু কবিতা এ বইয়ে রয়েছে। পাঠক আশা করা যায় কবির এ কাব্য চেষ্টাকে সফল করবেন তাদের পাঠের মধ্য দিয়ে।