পামেলা ম্যাকালাম ক্যানাডার ট্রেন্ট বিশ্ববিদ্যালয়ে সাহিত্য পড়ান। টরোন্টো বিশ্ববিদ্যালয়ে সাহিত্য দর্শন ও সমাজতত্ত্ব প’ড়ে অক্সফোর্ডে রেমন্ড উইলিয়ামসের সঙ্গে গবেষণা ক’রে ডক্টরেট পান : তাঁর গবেষণার বিষয় ছিল এজরা পাউন্ড ও টি এস এলিয়টের কাব্যরীতি। সূচিপত্র *এন্ৎসেন্সবার্গারের কবিতা : পামেলা ম্যাকলাম *ফেনা *lachesis lapponica *মিডলক্লাস ব্লুজ *বেসাতি যন্ত্র *এক দোকানের নিজস্ব গোয়েন্দার ছবি এক শান্তিপ্রিয় মানুষের কবরের জন্য *দাইয়েরা *ঘমুন্ত তালাওয়ালা *তাবৎ টেলিফোন গ্রাহকদের উদ্দেশে *কোনো অকিঞ্চনের উদ্দেশে ওড্ *আত্মচরিত *শেষ বসিয়ৎনামা আর ইশ্বর সহায় *বিশ্ববিদ্যালয়ের এক পাঠ্যপুস্তকের জন্য *সচ্ছল সমাজের জন্য এক কবিতা *খাদ্যতালিকা ঐতিহাসিক প্রক্রিয়া *তীর *ভেসে-যাওয়া-১ *এক বিচ্ছেদ *কাননেশনের এক প্রান্তর *আনন্দ *ভ্রাতৃত্বের সরাই *অন্যজন *সুদূর বাড়ি *প্যাঁচাদের অবসান *সেলারির সম্মানে *ভেড়ার পালের অভিযোগের উত্তরে নেকড়েদের তরফে জবাব *যারা জানে তাদের জন্য গান *পাপমোচনের স্থান *ম্যানহাটার আইল্যান্ড *ভবিষ্যৎ সম্বন্ধে কবিতা *Man spricht deutsch *গ্রীষ্মের কবিতা *অন্তরাত্মা *জরুরি অবস্তার সংবিধান *কামেরা ওব্স্কুরা *ছায়াঅঞ্চল * অভ্যাসের শক্তি *কার্ল হাইনরিখ্ মার্ক্স