চোখের সামনে আমার সহচর বৃক্ষটি তিলে তিলে মরে যাচ্ছে দেখে আজ আমি আকাশের দিকে তাকিয়ে অনেক কাঁদলাম; তুমি অকাল প্রয়াত হতে পার না কিন্তু হতে যাচ্ছ আমারই কারণে আমার ব্যথার ভার তোমাকেও ব্যথাতুর করেছে মনে প্রাণে তুমি বনের বৃক্ষ হয়েও আমাকে ধারণ করেছ বুকে অথচ মানুষ হয়ে মানুষের ভাষা বোঝে না অনেক মানুষ আছে এ সংসারে।