বাস্তববাদী হবার কথা বলে, কবিকাকে কল্পলোকের কল্পকাহিনী কল্পচিত্র বিবেচনা করে কবিতার বিরোধীতা এবং সেই সাথে কবিকে অবহেলার চোখে দেখার শুরু বেশ প্রাচীন। স্বার্থবোধ বৃদ্ধি পাবার সৃজনশীলের চর্চাকারী কবিদের অবাস্তবচারী আখ্যা দিয়ে তাদের সমাজে অপাঙতেয় করার প্রচেষ্টাও বৃদ্ধি পেয়েছে।
কবি ও কবিতার কথা কাব্যে এ বিষয়টি বিবেচনায় নিয়ে প্রথমে কবির বয়ানে তাদের অবস্থা ও অবস্থান বর্ণনা করা হয়েছে; পরে কবিতার বয়ানে তার জন্ম, দীর্ঘযাত্রা, তার বিবর্তন ও শক্তির কথা এবং শেষে পুনশ্চ কবির বয়ানে কবিতার বিষয়ে বলা হয়েছে।
কবিতা পাঠকেরা সহজেই এর সাথে নিজেদের সম্পৃক্ততা করতে পারবেন। হতাশার মধ্যেও শক্তি ও সাহস অর্জন করতে পারবেন। কাব্যটি কবিও ও সাধারণ পাঠকদের অবশ্য পাঠ্য হতে পারে।