ফ্ল্যাপের কিছু কথাঃ বিশ শতকের কবি আজিজুর রহমান বাংলাদেশের সঙ্গীতে এক অনন্য ব্যক্তিত্ব। তাঁর রচিত গানের বাণী ও সুর সঙ্গীতপিয়াসী মানুষকে হৃদয়াবেগে আপ্লুত করেছে। তিনি কাব্যগীতি পর্যায়ের গান অধিক পরিমাণে রচনা করেছেন। এসব গীতির বিষয়বস্তুর মধ্যে প্রেম ও প্রকৃতি প্রকাশিত হয়েছে। তিনি এসব গীতির সুরচয়নে লৌকিক সুর ও রাগরাগিণীর ব্যবহার করেছেন। এর ফলে বাংলা গানের ঐতিহ্য সমুন্নত হয়ে তাঁর এগীতিসমূহ এখনও তাৎপর্যপূর্ণ রয়েছে।
তিনি রাগরাগিণীর প্রয়োগে খেয়ালঅঙ্গের গান রচনা করেছেন। এর ফলে বাংলা রাগপ্রধান গীতিধারার চর্চা অব্যাহত রয়েছে। তাই এসব গীতির আবেদন এখনও স্মরণীয় । বস্তুত গণসঙ্গীত,লোকসঙ্গীত, ছড়া গান, ইসলামী গানপ্রভৃতি সৃষ্টিতেও তাঁর পারদর্শিতা লক্ষণীয়। কবি আজিজুর রহমান : স্বরলিপি ও গীতিসংকলন শিরোনামার গ্রন্থে বিভিন্ন ধরনের ৪৪টি গানের বাণী ও স্বরলিপি বিধৃত হয়েছে। বাংলাগানের ক্ষেত্রে তাঁর রচিত গীতিসমূহ এক বলিষ্ঠ সঙ্গীতধারার প্রতিষ্ঠা করেছে। এসব গীতি এখনও প্রচাতি হয়ে চলেছে।