ফ্ল্যাপের কিছু কথাঃ কী যে লিখেন আন্দালিব রাশদী-কোথায় কেন্টাকি ফ্রায়েড চিকেন আর কোথায় কোব্বাদ ফ্রায়েড চিকেন। যাদের বয়স ১১ থেকে ৯১ বছরের মধ্যে নয়, তাদের কোব্বাদ ফ্রায়েড চিকেন না খাওয়াই ভালো। বদহজম হতে পারে। তাদের এই উপন্যাসটি না পড়া ভালো-মাথা গুলিয়ে যেতে পারে। সুপাঠ্য কিশোর উপন্যাস নেই বলে যারা আফসোস করেন, তাদের আফসোস এবার মিটবে। দারুণ দুষ্ট ও মেধাবীদের জন্যই আন্দালিব রাশদীর কোব্বাদ ফ্রায়েড চিকেন। যারা রসহ্য উদঘাটন করতে হিমমিশ খান, তারা যেন এটি না পড়েন।
আন্দালিব রাশদী
আন্দালিব রাশদী কথাসাহিত্যিক প্রবন্ধ লিখেন, অনুবাদও করেন। জন্ম ঢাকায়, বেড়ে ওঠা এবং জীবনযাপন এখানেই। পড়াশােনা ঢাকা, ওয়েলশ ও লন্ডনে। শুরুতে বিজ্ঞানের ছাত্র। আইনে স্নাতক, রাষ্ট্রবিজ্ঞান ও অর্থনীতিতে স্নাতকোত্তর। ১৯৯৬ সালে লন্ডনে পিএইচডি করেছেন। আন্দালিব রাশদীর উপন্যাস মােনালি, তাতিয়ানা, কাজল নদীর জলে, সাতাশ। বছর পরে, মিমির নােটবই, লাইলিনামা, হাজব্যান্ডস, পপির শহর, ঝুম্পানামা, অধরা, জলি। ফুপু, ম্যাজিশিয়ান, ভারপ্রাপ্ত সচিব, প্রতিমন্ত্রী, কষ্ণকলি, শর্মিষ্ঠা, হুসনে জান্নাতের একাত্তর যাত্রা। কাকাতুয়া বােনেরা, সূচনা ও সুস্মিতা, ট্যারা নভেরা, অমরাবতী জীবন, সম্পর্ক, সেকেন্ড লেনের হেলেন, লুবনা ও কোকিলা, ডােনাট পিলাে, কঙ্কাবতীর থার্ড | ফ্লোর, শিমুর ভােরবেলা ও বুবনা। ছােটগল্প : শিমুর বিয়ের গল্প, হুমায়ুন, আন্দালিব। রাশদীর বাছাই গল্প, ডায়ানা যেদিন সিঁড়িতে বমি করল, পতিদাহ, পরিত্যক্ত কেলভিনেটর ফ্রিজের গল্প । প্রবন্ধ/অনুবাদ আমলা শাসানাে হুকুমনামা, ইডিপাস কমপ্লেক্স, লেডি গােদিভা ও অন্যান্য প্রবন্ধ, তলস্তয়, নােবেল বিজয়ী পাঁচজন, ওরহান পামুক, প্রিন্সেস, রেশমা ও রাধিকা, মুন্নিবাই ও এককুড়ি দক্ষিণ এশীয় গল্প, কুমারী, একাত্তরের দলিল, কালাশনিকভ ও অন্যান্য, কৃত্রিম জাগরণ, সুরাটের কফি হাউস, খুশবন্ত সিং ১ ও খুশবন্ত সিং ২।কিশাের সাহিত্য : কোব্বাদ ফ্রায়েড চিকেন, সিক্কাটুলি থেকে ভূতের গলি, ভূত ধরতে সুপার গ্লু, ভূতশুমারি, সিন্দাবাদ (অনুবাদ) ও রবিনসন ক্রুসাে (অনুবাদ)।